বাজিস-৮ : ভোলার লালমোহনে বিট পুলিশিং সভা

109

বাজিস-৮
ভোলা-বিট-পুলিশিং
ভোলার লালমোহনে বিট পুলিশিং সভা
ভোলা, ২৭ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : জেলার লালমোহন উপজেলায় আজ বিট পুলিশিং সভা হয়েছে। মাদক, জঙ্গি, ইভটিজিং, বাল্যাবিয়ে, সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে বেলা ১১ টায় লালমোহন থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। লালমোহন থানার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় (ভোলা-৩ ) সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এখানে এমপি শাওন বলেন, সরকার পুলিশি কার্যক্রমকে আধুনিকায়ন করতে ব্যাপক কাজ করে যাচ্ছে। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। স্থানীয়ভাবে পুলিশের সেবা শতভাগ নিশ্চিত করছে এ বিট পুলিশিং। তাই স্ব স্ব এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গি, ইভটিজার, বাল্যবিয়ে, যৌতকসহ যে কোন সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানান তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদের সভপতিত্বে আরো বক্তব্য রাখেন , জেলা পুলিশ সূপার সরকার মো: কায়সার, অতিরিক্ত পুলিশ সূপার (লালমোহন সার্কেল) মো: রাসেলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধক্ষ গিয়াসউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফকরুল আলম হাওলাদার।
বাসস/এইচএএম/১৩৪৫/-নূসী