বাসস দেশ-৪ : দেশের নদীবন্দরসমূহকে ১ নম্বর সর্তকতা সংকেত

106

বাসস দেশ-৪
আবহাওয়া-পূর্বাভাস
দেশের নদীবন্দরসমূহকে ১ নম্বর সর্তকতা সংকেত
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২০(বাসস): দেশের নদীবন্দরসমূহকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ দুপুর ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়েছে,রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, সিলেট, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে এই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে হবে।
বাসস/সবি/এসএস/১২২২/অমি