বাসস বিদেশ-৭ : নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ১৫ নিরাপত্তা কর্মী নিহত

305

বাসস বিদেশ-৭
বোকো হারাম-হত্যা
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ১৫ নিরাপত্তা কর্মী নিহত
আবুজা, ২৬ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোতে সরকারি নিরাপত্তা কর্মকর্তা বহনকারী গাড়িতে বোকো হারাম গ্রুপ হামলা চালালে কমপক্ষে ১৫জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম শনিবার এ কথা জানায়। খবর সিনহুয়ার।
শুক্রবার উত্তরাঞ্চলীয় রাজ্যের মুনগুনো শহরের কাছে এই হামলার ঘটনাটি ঘটে। এ সময় কর্মকর্তারা অপর শহর বাগায় যাচ্ছিলেন, যেখানে ফেরত আসা শত শত অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষকে অভ্যর্থনা জানানো হচ্ছিল।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় অনলাইন পত্রিকা প্রিমিয়াম টাইমস জানিয়েছে, এই হামলায় আট পুলিশ, তিন সেনা ও বেসরকারী টাস্কফোর্সের চার সদস্য নিহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তাদের এসকর্ট দিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল।
স্থানীয় সম্প্রচার চ্যানেল টেলিভিশন আরও জানিয়েছে, এই হামলায় পুলিশের কর্মী বাহক একটি সাঁজোয়া ও রাজ্য সরকারের একটি যানবাহনও হাইজ্যাক করা হয়।
শুক্রবার উত্তরাঞ্চলীয় প্রদেশে এটি ছিল দ্বিতীবারের মতো একই ধরনের হামলা। বোর্নোর মুনগুনো অঞ্চলটি বিপজ্জনক বলে মনে করা হয়। এ অঞ্চলে অতীতে সন্ত্রাসবাদী গোষ্ঠীর দ্বারা বেশ কয়েকটি অপহরণের ঘটনা প্রত্যক্ষ করা গেছে।
বাসস/অনু-জেজেড/২১৩৬/স্বব