বাজিস-১১ : সাতক্ষীরার আশাশুনিতে বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ শুরু

191

বাজিস-১১
সাতক্ষীরা-বন্যা আশ্রয়কেন্দ্র
সাতক্ষীরার আশাশুনিতে বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ শুরু
সাতক্ষীরা, ২৬ সেপ্টেম্বর ২০২০ (বাসস): জেলার আশাশুনি উপজেলায় বন্যা প্রবন ও নদী ভাঙ্গন এলাকায় আশ্রায়কেন্দ্র নির্মাণ র্শীষক প্রকল্পের আওতায় তিনকোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে মৌলভী আব্দুল লতিফ কলেজ বন্যা আশ্রায়কেন্দ্রের নির্মাণ কাজ আজ শুরু হয়েছে।
আশাশুনি উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার দুপুরে উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে প্রধান অতিথি হিসাবে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।
এ উপলক্ষে সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসিন আলী, খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ইউসুফ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানারা বেগম প্রমুখ।
এসময় জানানো হয়, তিনকোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় মৌলভী আব্দুল লতিফ কলেজ বন্যা আশ্রয়কেন্দ্রের তিনতলা নতুন ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
পরে, আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুরে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় উপকারভোগীদের মাঝে চাবি হস্তান্তর করা হয়।
বাসস/সংবাদদাতা/২০৩১/এমকে