বাসস ক্রীড়া-১৫ : জাতীয় দলের কোচদের অধীনে অনুশীলনে উপকার পাচ্ছেন রাব্বি

176

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-বিসিবি
জাতীয় দলের কোচদের অধীনে অনুশীলনে উপকার পাচ্ছেন রাব্বি
ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : শ্রীলংকা সফরকে সামনে রেখে গত ১৯ সেপ্টেম্বর থেকে স্কিল অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে ব্যক্তিগত অনুশীলনে ঘাম ঝড়িয়েছে খেলোয়াড়রা। করোনা পরিস্থিতির কারনে খেলোয়াড়দের সাথে যোগ দিতে পারেননি জাতীয় দলের কোচিং স্টাফরা। তবে বাংলাদেশে ফিরে, কোয়ারেন্টাইন শেষে শিষ্যদের দেখÑভালের কাজে মনোযোগি হন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোসহ অন্যান্যরা।
কোচদের অধীনে অনুশীলন করতে পেরে উপকার পাচ্ছেন তরুন খেলোয়াড় ইয়াসির আলি রাব্বি। তিনি বলেন, ‘চট্টগ্রামে এতদিন অনুশীলন করেছি, কিন্তু একজন মেন্টর ও কোচের অভাব ছিল। এখানে এসে ব্যাটিং করে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কোচের সাথে কথা বলে। আমি নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চাই এসব নিয়ে কথা বলেছি, অল্প কিছু কাজও করেছি।’
করোনার কারনে চট্টগ্রামে ব্যক্তিগত অনুশীলনে কোন পেসার পাননি রাব্বি। তাই সমস্যায় পড়েছিলেন তিনি। তবে ঢাকায় কোচদের অধীনে বোলারদের বিপক্ষে অনুশীলন করতে পেরে নিজের ব্যাটিংয়ে উন্নতির লক্ষণ পেয়েছেন বলে জানান ইয়াসির।
তিনি বলেন, ‘চট্টগ্রামে কোন পেস বোলার ছিল না। তাই সমস্যায় পড়েছিলাম। ঢাকায় অনেক বোলারদের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি। প্রথম দিকে, সমস্যা মনে হয়েছিলো। কিন্তু পরের দিকে সব ঠিক হয়ে যায়। আল্লাহর রহমতে ব্যাটিং ভালো হয়েছে। আমাদের ভালো অনুশীলনও হয়েছে।’
শ্রীলংকা সফরের জন্য জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের মধ্যে আছেন রাব্বি। তাই অন্যান্য ক্রিকেটারের সাথে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হচ্ছে তাকে। জৈব-সুরক্ষা বলয়ের অভিজ্ঞতা নিয়ে রাব্বি বলেন, ‘করোনার কারনে জৈব-সুরক্ষার মধ্যে আমরা জাতীয় দলের ক্যাম্প করছি। এটা নতুন ও ভিন্ন এক অভিজ্ঞতা। তবে অভিজ্ঞতাটা খারাপ না। আমাদের মধ্যে আতঙ্ক ছিলো, যে বাইরে গেলে আক্রান্তের সম্ভাবনা থাকবে। তবে জৈব-সুরক্ষার থাকায় মনে হচ্ছে, আমরা নিরাপদ থাকবো। এই চিন্তা মাথায় রেখেই নিশ্চিন্তে অনুশীলন করছি।’
বাসস/এএমটি/১৯৫৭/স্বব