বাসস দেশ-২৭ : রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

174

বাসস দেশ-২৭
বিদ্যুৎস্পৃষ্ট-ছাত্র
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২০ (বাসস): রাজধানীর মতিঝিল থানাধীন দক্ষিণ কমলাপুর এলাকায় ক্রিকেট খেলার সময় বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস হাসান শুভ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শুভ বিএএফ শাহিন কলেজের শিক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থী ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ শনিবার দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের প্রতিবেশী সাহাদৎ হোসেন ও তার পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, দক্ষিণ কমলাপুরে বাসার সামনে ক্রিকেট খেলার সময় বল পাশের বাসার টিনের চালে গিয়ে পড়ে। বল আনতে বৈদ্যুতিক খুঁটিতে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয় শুভ। পরে তাকে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
তিনি আরও জানান, তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। বাবার নাম রেজাউল করিম।
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৯৪৮/এএএ