বাসস দেশ-২৬ : প্রধানমন্ত্রী দেশের সব নদ-নদী শাসনে নির্দেশ দিয়েছেন : পানি সম্পদ প্রতিমন্ত্রী

96

বাসস দেশ-২৬
ফারুক -নদীভাঙ্গন-পরিদর্শন
প্রধানমন্ত্রী দেশের সব নদ-নদী শাসনে নির্দেশ দিয়েছেন : পানি সম্পদ প্রতিমন্ত্রী
লালমনিরহাট, ২৬ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী দেশের সবগুলো নদ-নদী শাসন করতে নির্দেশ দিয়েছেন। ড্রেজিং করে নদী ছোট করে কৃষি জমি বাড়ানোর লক্ষ্যে অনেক দেশ আগ্রহ প্রকাশ করেছে।
আজ দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নৌকা যোগে তিস্তার নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন ও পরে দিনাজপুরের গৌরিপুর সেচ প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ.এম আমিনুল হক, পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, আদিতমারী ইউএনও মনসুর উদ্দিনসহ প্রমুখ।
জাহিদ ফারুক আরো বলেন, উজানে বৃষ্টি হলে তা নেমে এসে আমাদের দেশে বন্যার সৃষ্টি হয়। নদী ভাঙনের ফলে পানির সাথে পলি নেমে আসে। দেশে বছরে এক বিলিয়ন পলি জমে। প্রতি বছর নদী ভরাট হয়ে চর জেগে উঠছে এবং নদীও গতিপথ পরিবর্তন করছে। প্রতি বছর ভাঙ্গন রোধে বাঁধ দেয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কাজ ভালো করতে গতিটা কিছু ধীরে হয়। বড় প্রকল্প বাস্তবায়ন করতে কিছু সময় লাগবে।
তিস্তা পাড়ের মানুষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তিস্তা পাড়ের মানুষের কষ্ট প্রধানমন্ত্রী বুঝেন। বিগত সরকার নদী শাসনে তেমন কোন গুরুত্ব দেয়নি। বর্তমানে করোনার কারণে উন্নয়ন কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।
বাসস/সবি/এমএআর/১৯১৮/স্বব