বাসস দেশ-১৯ : ভার্চ্যুয়াল আপিল বিভাগে ৪০৭৩ মামলা নিষ্পত্তি

94

বাসস দেশ-১৯
আপিল-মামলা
ভার্চ্যুয়াল আপিল বিভাগে ৪০৭৩ মামলা নিষ্পত্তি
ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২০(বাসস) : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়ালি ৪ হাজার ৭৩ টি মামলা নিষ্পত্তি করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
শারিরীক উপস্থিতি ব্যতিরেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতিতে গত ১৩ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগ এ মামলা নিষ্পত্তি করেছেন।
সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ১৩ জুলাই থেকে আপিল বিভাগ একটি বেঞ্চে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা শুরু করেছেন। গত ৬ সেপ্টেম্বর থেকে আপিল বিভাগের দুইটি বেঞ্চে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম শুরু হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ সেপ্টেম্বরে আপিল বিভাগের বিচারাধীন মামলার সংখ্যা ছিল ১৫ হাজার ৪’শ ৬০ টি।
চেম্বার বা বাসায় থেকে আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রমে অংশ নিচ্ছেন। বিচারপতিগনের কর্মোদ্যমে এবং আইনজীবীদের প্রচেষ্টায় চলমান মহামারিতে বিচারপ্রার্থী জনগনকে বিচারিক সেবা প্রদান করে ন্যায়বিচার নিশ্চিত করা হচ্ছে।
বাসস/সবি/ডিএ/১৭৫০/অমি