বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা

308

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩২ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে নাট্য ও চলচ্চিত্র শিল্পীরা।
সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত অসা¤প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজ পালিত হচ্ছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর ভবনের সামনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা সভা পরে বনানী কবরস্থানে ১৫ আগস্ট শহীদদের কবর জিয়ারত, জাতীয় চার নেতার কবর জিয়ারত ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কুমকুমের কবর জিয়ারত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু সাংগঠনিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, মৌসুমী, অভিনেত্রী তানভীর সুইটি, শাহনূর, চিত্রপরিচালক রফিকুল ইসলাম বুলবুলসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।