মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করছে সরকার : পানি সম্পদ উপমন্ত্রী

228

শরীয়তপুর, ২৬ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করছে বর্তমান সরকার। ভূমিহীনদের জন্যও ঘর নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।
আজ জেলার নাড়িয়া-জাজিরার পদ্মার ডান তীর রক্ষা বাঁধের কাজ পরিদর্শনকালে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এ কথা বলেছেন।
তিনি বলেন, এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শরীয়তপুরসহ সারা দেশের প্রত্যেকটি নদী ভাঙ্গন প্রবন এলাকা চিহ্নিত করা হয়েছে। স্থায়ী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষকে নদী ভাঙ্গনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা করার পরিকল্পনার রয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পুর্ব) কাজী তোফায়েল আহমেদ, প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, প্রকল্প পরিচালক আব্দুল হেকিম ও শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব প্রমুখ।