বাসস ক্রীড়া-৮ : করোনায় আক্রান্ত হলেন ইব্রাহিমোভিচ

104

বাসস ক্রীড়া-৮
ফুটবল-করোনা
করোনায় আক্রান্ত হলেন ইব্রাহিমোভিচ
মিলান, ২৬ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : এসি মিলানের অভিজ্ঞ স্ট্রাইকার জøাটান ইব্রাহিমোভিচ কোভিড-১৯’এ আক্রান্ত হয়েছেন। ইতালিয়ান সিরি-এ ক্লাবটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মিলান জানিয়েছে ঘরের মাঠে বোডো/গ্লিমটের বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে সে কারনে ইব্রাহিমোভিচ খেলতে পারেননি। ম্যাচটিতে মিলান ৩-২ গোলে জয়ী হয়। তাকে বাড়িতে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং বিষয়টি দেশের স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে।
এর একদিন আগে ইব্রার মিলান সতীর্থ লিও ডুরাটেও করোনা পজিটিভ হয়েছেন। যদিও মিলানের পক্ষ থেকে জানানো হয়েছে দুটি কেসের পর পুরো দলের করোনা পরীক্ষায় সবগুলো ফলাফলই নেগেটিভ এসেছে।
৩৮ বছর বয়সী ইব্রাহিমোভিচ টুইটাওে লিখেছেন, ‘গতকাল আমি নেগেটিভ হলেও আজ পজিটিভ হয়েছি। এখনো পর্যন্ত কোন ধরনের উপস্বর্গ নেই। আমাকে চ্যালেঞ্জ করতে হলে কোভিডের সাহস লাগবে।’
তিনমাস বন্ধ থাকার পর জুনে পুনরায় সিরি-এ লিগ শুরু হবার পর হাই প্রোফাইল খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হলেন বার্সেলেনো, জুভেন্টাস, আয়াক্স ও ইন্টার মিলানের সাবেক স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে মিলানে ফিরে আসার পর ২২ ম্যাচে ইউরোপের অন্যতম আকর্ষনীয় এই স্ট্রাইকার করেছেন ১৪ গোল। সোমবার বোলোগনার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে নতুন সিরি-এ মৌসুম শুরু করেছেন মিলান। ম্যাচের দুটি গোলই করেছেন এই সুইডিশ তারকা।
বাসস/নীহা/১৪২০/স্বব