বাসস ক্রীড়া-৩ : অস্ট্রেলিয়ার দলের সাথে যোগ দেয়া হলো না জোন্সের

104

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-জোন্স-ল্যাঙ্গার
অস্ট্রেলিয়ার দলের সাথে যোগ দেয়া হলো না জোন্সের
সিডনি, ২৫ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : আগামী বছরের টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান ডিন জোন্সকে দলের স্টাফ প্যানেলে নেয়ার পরিকল্পনা করেছিলেন অসি ক্রিকেট দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। এ নিয়ে জোন্সের সাথে কথাও হয়েছিলো। কিন্তু দুর্ভাগ্য, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল সকালে ভারতের মুম্বাইয়ে ৫৯ বছর বয়সে মারা যান ডিন জোন্স। তাই আর জাতীয় দলের সাথে যোগ দেয়া হলো না জোন্সের।
জাতীয় দলে যোগ দেয়ার নিয়ে জোন্সের সাথে কথা হয়েছিলো ল্যাঙ্গারের। এমনটা নিজেই জানালেন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘কিছুদিন আগে ফেসটাইম অ্যাপে টম মুডি, জিওফ মার্শ ও জোন্সের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছিলাম। করোনা পরিস্থিতি, জাতীয় দলের বর্তমান অবস্থা ও ভবিষ্যত নিয়ে আলোচনা হয়েছিলো। সাথে খুনসুঁিটও ছিলো। ঐসময়ই জাতীয় দলের প্যানেলে জোন্সকে যুক্ত করার পরিকল্পনা করা হয়। কিন্তু সেই পরিকল্পনা স্বপ্নই থেকে গেল।’
ল্যাঙ্গার আরও বলেন, ‘জোন্সকে ‘মেন্টর’ হিসেবে দলে নেয়ার পরিকল্পনা ছিলো। তাকে বিষয়টা জানিয়েছিলাম। তার কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছিলাম। পরে জোন্স আমাকে ধন্যবাদ জানিয়ে ক্ষুদে বার্তাও পাঠিয়েছিলেন।’
সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ত্রয়োদশ আসরে ধারাভাষ্যকার হিসেবে স্টার স্পোর্টসের সাথে যুক্ত থাকায় ভারতের একটি হোটেলে মৃত্যু হয় জোন্সের।
বাসস/এএমটি/১৬২৫/স্বব