বাসস রাষ্ট্রপতি-১ : (দ্বিতীয় প্যারায় সংশোধনীসহ) উচ্চশিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

338

বাসস রাষ্ট্রপতি-১
আবদুল হামিদ-বিইউপি-ভিসি
উচ্চশিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
ঢাকা, ১ আগস্ট, ২০১৮ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উচ্চশিক্ষার মানন্নোয়নে বিশ্ববিদ্যালয় গুলোর বিশেষ পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো. এমদাদ-উল-বারী আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসস’কে বলেন,বৈঠকে ভিসি রাষ্ট্রপতিকে বিইউপি’র বিভিন্ন সমস্যা ও উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন।
বিইউপি’র ভিসি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড পরিচালনায় রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন।
বিইউপি’র চ্যান্সেলর রাষ্ট্রপতি হামিদ ভাইস চ্যান্সেলরকে বিশ্ববিদ্যালয় পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ে গবেষণা কর্মকান্ড ও এর মান নিশ্চিতকরণের ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
বাসস/এসআইআর/এইচএন/১৯৫৫/আহা/-আসচৌ