বাসস ক্রীড়া-১৭ : জোন্সের মৃত্যুতে হতবাক ভিভ-টেন্ডুলকার-কোহলি

175

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-জোন্স
জোন্সের মৃত্যুতে হতবাক ভিভ-টেন্ডুলকার-কোহলি
নয়া দিল্লি, ২৪ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫৯ বছর বয়সে মারা গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ডিন জোন্স।
সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ত্রয়োদশ আসরে ধারাভাষ্যকার হিসেবে স্টার স্পোর্টসের সাথে যুক্ত থাক্য় ভারতের একটি হোটেলে অবস্থানতালীন মৃত্যু হয় জোন্সের।
জোন্সের এমন মৃত্যুতে হতবাক ক্রিকেট বিশ্ব। ভিভ রিচার্ডস থেকে শুরু করে শচীন টেন্ডুলকার, হালের বিরাট কোহলিও শোক বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রিচার্ডস টুইট করে লিখেছেন, ‘হরিবল নিউজ টু ওয়েক আপ। তুমি আমার বিরুদ্ধে খেলা একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলে। তুমি ছিলে আমার বন্ধু, আমার ভাই। পৃথিবীতে যেখানেআ ক্রিকেট খেলা হবে তোমার উপস্থিতি ও তোমার হাসি মিস করবে ক্রিকেটপ্রেমীরা। রেস্ট ইন পিস ডিনো ম্যান।’
টেন্ডুলকার লিখেছেন, ‘জোন্সের মারা যাওয়া হৃদয়বিদায়ক সংবাদ। বড় অকালে চলে গেলেন তিনি। আমার প্রথম অস্ট্রেলিয়া সফরে তার সাথে খেলার সুযোগ হয়েছিলো। তার আত্মা শান্তিতে থাকুক ও তার প্রিয়জনের প্রতি আমার সমবেদনা।’
কোহলি লিখেছেন, ‘জোন্সের মৃত্যুর খবর শুনে চমকে উঠেছিলাম। তার পরিবার ও বন্ধুদের কাছে এই শোক বহন করার শক্তি ও সামর্থ্যরে জন্য প্রার্থনা করছি।‘
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যালান বোর্ডার লিখেছেন, ‘তোমার এমন মৃত্যু মানতে পারছি না। তোমার সাথে অনেক স্মৃতি আছে। বিশ্বকাপ জয়ের স্মৃতি আমার চোখে ভাসছে। যেখানেই থাকো, শান্তিতে থাকো। তোমার পরিবারের প্রতি সমবেদনা থাকলো। রেস্ট ইন পিস বন্ধু।’
বৃহস্পতিবার সকাল ১১টায় সকালের নাস্তা সেরে আইপিএল সম্প্রচার সংক্রান্ত বৈঠক শেষ করেন জোন্স। নিজ রুমের বারন্দাতে, সহকর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি। এমন সময়েই হঠাৎই করেই পড়ে যান জোন্স। হোটেলের রুম থেকে অ্যাম্বুল্যান্সে করেই হরকিসনদাস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা জোন্সকে মৃত ঘোষণা করেন।
১৯৮৪ সালে টেস্ট ও ওয়ানডে অভিষেক হয় জোন্সের। ১৯৮৬ সালে ভারতের বিপক্ষে ২১০ রানের অবিস্মরনীয় ইনিংস খেলেছিলেন তিনি। সেই ইনিংসের জন্যই উপমহাদেশে সম্যক পরিচিত এবং বিখ্যাত জান্স। ঐ টেস্টে প্রচন্ড গরমে ব্যাট করতে করতে ‘ডিহাইড্রেশন’-এ আক্রান্ত হয়ে মাঠেই বমি করেছিলেন জোন্স। ভেজা রুমাল গলায় জড়িয়ে ব্যাট করেছিলেন তিনি। শেষ পর্যন্ত ৩৩০ বলে ২৭টি চার ও ২টি ছক্কায় ২১০ রান করেন জোন্স। ম্যাচের পর তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে স্যালাইন দিতে হয়েছিল।
বাসস/এএমটি/২১৩০/স্বব