বাসস ক্রীড়া-১১ : পাকিস্তান সফরে কোয়ারেন্টাইনে থাকতে হবে না জিম্বাবুয়েকে

130

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-জিম্বাবুয়ে
পাকিস্তান সফরে কোয়ারেন্টাইনে থাকতে হবে না জিম্বাবুয়েকে
হারারে, ২৪ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : আগামী অক্টোবর-নভেম্বরে পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পাকিস্তান সফরে কোয়াররেন্টাইনে থাকতে হবে না জিম্বাবুয়েকে। কিন্তু পাকিস্তানে পৌছে করোনা পরীক্ষায় কারও পজিটিভ আসলে, তখন পাঁচদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক জাকির খান বলেন, ‘৩২ জনের দল নিয়ে আগামী ২০ অক্টোবর পাকিস্তানে আসবে জিম্বাবুয়ে। বিমানে ওঠার আগে একবার করোনা পরীক্ষা করা হবে জিম্বাবুয়ের ক্রিকেটারদের। ইসলামাবাদ পৌঁছানোর পর আরেক দফা পরীক্ষা হবে তাদের। যদি পাকিস্তানের পৌছানোর পর কোন খেলোয়াড়ের করোনা পজিটিভ হয়, তবে তাকে পাঁচদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর যাদের নেগেটিভ হবে, তারা অনুশীলন শুরু করতে পারবে।’
জাকির আরও বলেন, ‘কোয়ারেন্টাইনে থাকতে না হলেও কঠোরভাবেই স্বাস্থ্যবিধি মানতে হবে জিম্বাবুয়েকে। পুরো সিরিজটি জৈব-সুরক্ষা পরিবেশে হবে। মাঠে দর্শকদের প্রবেশে অনুমতি থাকছে না।’
পাকিস্তান সফরে ৩০ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। পরের দু’টি ওয়ানডে হবে ১ ও ৩ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে মুলতানে। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ। টি-২০ সিরিজ হবে ৭, ৮ ও ১০ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।
বাসস/এএমটি/১৯৫৩/স্বব