বাসস দেশ-৩৩ : সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহার করার সুপারিশ সংসদীয় কমিটির

103

বাসস দেশ-৩৩
কমিটি- মহিলা ও শিশু
সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহার করার সুপারিশ সংসদীয় কমিটির
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহার করতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি বেগম মেহের আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
সভায় কমিটির সদস্য এ. এম নাঈমুর রহমান, বেগম শবনম জাহান, সৈয়দা রাশিদা বেগম এবং বেগম সাহাদারা মান্নান অংশগ্রহণ করেন।
কমিটি ২০২০-২১ অর্থ বছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং দপ্তর, সংস্থার বাস্তবায়নাধীন কর্মসূচিগুলোর স্বচ্ছতা ও কাজের জবাবদিহিতা বৃদ্ধিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী স্থায়ী কমিটির সভায় উপস্থিত হতে বলা হয়েছে।
এছাড়াও কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়ন, মনিটরিং ও তাৎক্ষণিক পরিদর্শন করার সুপারিশ করা হয়।
সভায় মহিলা পুনর্বাসনকেন্দ্র বাস্তবায়নে পুনরায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাগিদ প্রত্র দিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
চলমান বিভিন্ন কর্মসূচির আওতায় উপকারভোগীদের নাম সঠিকভাবে তালিকাভূক্ত করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
কমিটি ১১টি ডে-কেয়ার সেন্টারের কর্মসূচির অধীনে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে মন্ত্রণালয়কে সুপারিশ করে।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মন্ত্রণালয় ও বিভাগ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৮১৩/এএএ