বাসস বিদেশ-১ : উত্তর কোরীয় সেনাদের গুলিতে দক্ষিণ কোরিয়ার এক মৎস্য কর্মকর্তা নিহত

156

বাসস বিদেশ-১
উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
উত্তর কোরীয় সেনাদের গুলিতে দক্ষিণ কোরিয়ার এক মৎস্য কর্মকর্তা নিহত
সিউল, ২৪ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : উত্তর কোরিয়ার সেনারা দক্ষিণ কোরিয়ার এক মৎস্য কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে, এই কর্মকর্তা একটি টহল জাহাজ থেকে নিখোঁজ ছিলেন এবং পিয়ংইয়য়ের জলসীমায় তার মৃতদেহ পাওয়া যায়। সিউলের প্রতিরক্ষা মন্ত্রনালয় বৃহস্পতিবার এটিকে একটি ‘আপত্তিজনক কর্মকান্ড’ হিসেবে বর্ণনা করেছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ৪৭ বছর বয়সী এই কর্মকর্তা ইয়নপিয়ঙ দ্বীপের পশ্চিম সীমানার কাছে একটি জাহাজে ছিলেন।
গোয়েন্দাদের পর্যালোচনার পর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী “নিশ্চিত করেছে উত্তর কোরিয়ার সেনাদের গুলিতে দক্ষিণ কোরিয়ার এই নাগরিকের মৃত্যু হয়েছে ,উত্তর সাগরে তার মৃতদেহ পাওয়া গেছে, তার মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
এতে বলা হয়, “আমরা উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছি যে এই এই ঘটনার জন্য তারা সম্পূর্ণভাবে দায়ী।”
লোকটি কিভাবে পানিতে আসলো এটি তাতক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি,আগের প্রতিবেদনে বলা হয়েছে, তার জুতো টহল জাহাজে পাওয়া গেছে, এতে ধারণা করা হয়েছিল লোকটি হয়তো স্বপক্ষ ত্যাগ করার চেষ্টা করেছে।
বাসস/এএফপি/অনু এমএবি/১২১০/জেহক