বাসস দেশ-২৩ : শোক দিবস উপলক্ষে বিনামূল্যে ওষুধসহ স্বাস্থ্যসেবা দেবে ডিএসসিসি

183

বাসস দেশ-২৩
ডিএসসিসি-স্বাস্থ্যসেবা
শোক দিবস উপলক্ষে বিনামূল্যে ওষুধসহ স্বাস্থ্যসেবা দেবে ডিএসসিসি
ঢাকা, ১ আগস্ট, ২০১৮ (বাসস) : জাতীয় শোক দিবস উপলক্ষে নাগরিকদের পক্ষকালব্যাপী বাসায় গিয়ে বিনামুল্যে ওষুধসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
নগর ভবনে আজ ‘বঙ্গবন্ধু প্রাথমিক স্বাস্থ্য সেবা’ পক্ষের উদ্বোধনকালে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নগরবাসীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে ০৯৬১১০০০৯৯৯ নম্বরে কল করার আহবান জানান।
নাগরিকদের দোর গোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে গত বছরও কর্পোরেশনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছিল।
মেয়র বলেন, জাতীয় শোক দিবসে প্রথাগতভাবে আলোচনা অনুষ্ঠান, স্মরণসভা, রক্তদান অনুষ্ঠানের পরিবর্তে নাগরিকদের সেবাদান কর্মসূচি সর্বোত্তম পন্থা হতে পারে। সেই চেতনা থেকেই প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ কর্মসূচীর আওতায় একজন প্রধান কোঅর্ডিনেটর এবং ৫টি অঞ্চলে ৫জন কোঅর্ডিনেটর থাকবেন। প্রতিটি ওয়ার্ডে ২-৩ জন করে মোট ১৩০ জন সাব এসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া আগ্রহী ওয়ার্ড কাউন্সিলররা স্ব স্ব ওয়ার্ডে এ সেবা দিতে চাইলে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছে চাহিদাপত্র দিয়ে এটি নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে হুমায়ুন কবীর, আবু আহমেদ মান্নাফী বক্তব্য দেন। প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দীনসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/এএসজি/এমএসএইচ/১৮১৫/অমি