বাজিস-১৪ : ঠাকুরগাঁওয়ে মাছের পোনা অবমুক্ত ও মৎস্য চাষের উপকরণ বিতরণ

182

বাজিস-১৪
ঠাকুরগাঁও- মাছের পোনা
ঠাকুরগাঁওয়ে মাছের পোনা অবমুক্ত ও মৎস্য চাষের উপকরণ বিতরণ
ঠাকুরগাঁও, ২৩ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ‘২০২০-২১ অর্থবছরে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প’র আওতায় একশ’ চল্লিশ কেজি মাছেরপোনা অবমুক্ত ও মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।
সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়, ঠাকুরগাঁও এবং সদর উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে আজ বুধবার বিকালে সদর উপজেলার সালন্দর ইউনিয়নে দক্ষিণ আরাজী শিংপাড়া পুকুরে এই মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পোনা অবমুক্ত ও মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, জেলায় সিনিয়র মৎস্য কর্মকর্তা মোরশেদা বেগম এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২১০০/এমকে