বাজিস-১৩ : বান্দরবানে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা

180

বাজিস-১৩
বান্দরবান-কর্মশালা
বান্দরবানে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা
বান্দরবান, ২৩ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : জেলার রোয়াংছড়ি উপজেলায় আজ নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার রোয়াংছড়ি উপজেলা পরিষদ মিলানায়তনে গণযোগাযোগ অধিদপ্তর ও বান্দরবান জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবেদ-এর সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালায় উপস্থিত ছিলেন- রোয়াংছড়ি উপজেলার ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চহ্লামং মারমা, ২নং তারাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উথোয়াইচিং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ৪নং নোয়াপতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংহ্লাপ্রু মারমা প্রমুখ।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের কারিগরি প্রশিক্ষক (পরিচালক) মো. মিজানুর রহমান।
বাসস/সংবাদদাতা/২১০০/এমকে