বাসস দেশ-৩৫ : কৃষকদের মানসম্মত ইউরিয়া সরবরাহ নিশ্চিত করার পরামর্শ

168

বাসস দেশ-৩৫
কমিটি-অনুমিত হিসাব
কৃষকদের মানসম্মত ইউরিয়া সরবরাহ নিশ্চিত করার পরামর্শ
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সুলভে কৃষকদের মানসম্মত ইউরিয়া সরবরাহ করতে পর্যাপ্ত সার উৎপাদন নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।
কমিটির সভাপতি মোঃ আব্দুস শহীদের নেতৃত্বে শাহজালাল সার কারখানা ও প্রকল্প এলাকা পরিদর্শনকালে কমিটি এ পরামর্শ দেয়।
কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে স্থানীয় সংসদ-সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে ক্রমবর্ধমান ইউরিয়া সারের চাহিদা মেটানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সুলভ মূল্যে কৃষকদের নিকট মানসম্মত ইউরিয়া সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নির্মিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডের প্রকল্প ব্যয়ের বিভিন্ন খাত নিয়ে এ সময় আলোচনা করা হয়।
পরিদর্শনকালে কারখানায় বিদ্যমান সমস্যাসমূহ, চাহিদা মাফিক স্টিম উৎপাদনের সীমাবদ্ধতা, কারখানার স্পেয়ার পার্টস এর স্বল্পতা, অপারেশনাল সমস্যা, কারিগরী দক্ষতা, অভিজ্ঞতাসম্পন্ন জনবলের স্বল্পতা এবং সমস্যাগুলো থেকে উত্তরণের বিষয়ে প্রতিষ্ঠানটির করফারেন্স হলে বিশদ আলোচনা করা হয়।
পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, সিলেটের জেলা প্রশাসক, শিল্প মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৯৪০/-কেকে