বাসস দেশ-২১ : দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসচালক ৭ দিনের রিমান্ডে

162

বাসস দেশ-২১
বাস চালক-রিমান্ড
দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসচালক ৭ দিনের রিমান্ডে
ঢাকা, ১ আগস্ট, ২০১৮ (বাসস) : বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত জাবালে নূর পরিবহনের বাসচালক মাসুম বিল্লাহ’র ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক এইচ এম তোয়াহা রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ (পরিদর্শক) কাজী শরিফুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতারকৃত মাসুম বিল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেন। পরে বিচারক শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার দুপুরে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দিয়া খানম মীম ও আব্দুল করিম সজীব নামের দু’ শিক্ষার্থী নিহত হন।
ওই ঘটনায় নিহত মীমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জাবালে নূর পরিবহনের বাসের চালক মাসুম বিল্লাহ ও চারজন হেলপারকে গ্রেফতার করে। বর্তমানে তারা কারাগারে রয়েছে।
বাসস/নিজস্ব/এফএইচ/১৭৫৫/কেজিএ