বাসস দেশ-২৯ : ফেসবুক এজেন্ট আগস্ট মাসের ভ্যাট পরিশোধ করেছে

105

বাসস দেশ-২৯
ফেসবুক এজেন্ট আগস্ট মাসের ভ্যাট পরিশোধ করেছে
ঢাকা, ২৩ সেপ্টেম্বর,২০২০ (বাসস): ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটিপুল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে গত আগস্ট মাসের প্রাপ্য ৯১ লাখ ৩৯ হাজার টাকা ভ্যাট পরিশোধ করেছে। গত মাসে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ফেসবুকের এজেন্ট ৬ কোটি ২৩ লাখ টাকার বিজ্ঞাপন বিক্রি করে। এর বিপরীতে তারা এই ভ্যাট সংগ্রহ করে।
এর আগে যথাসময়ে ভ্যাট পরিশোধ না করায় এবং অস্তিত্বহীন হওয়ায় ভ্যাট গোয়েন্দা বিভাগ এইচটিটিপুল এর বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছিল।এরপর তারা ৭৭ লাখ ৬২ হাজার টাকা বকেয়া ভ্যাট ও ১ লাখ ৫৫ হাজার টাকা ব্যক্তিগত জরিমানা জমা দেয়।
চলতি সেপ্টেম্বরের ১৫ তারিখে ফেসবুকের এজেন্ট রিটার্ন জমা দেয়ার ডেডলাইনের মধ্যে আগস্ট মাসের এই ভ্যাট পরিশোধ করে। এইচটিটিপুলের ব্যবস্থাপনা পরিচালক আলজোসা জেংকো ৯১ লাখ ৩৯ হাজার টাকার ভ্যাট পরিশোধের চালানসহ আগস্ট মাসের ভ্যাট রিটার্ন দাখিল করেন।
বাসস/এএসজি/আরআই/১৮৩২/আরজি