বাসস দেশ-২০ : কোটিপতি পিয়ন ইয়াছিনের জামিন আবেদন হাইকোর্টে খারিজ

94

বাসস দেশ-২০
হাইকোর্ট-আদেশ
কোটিপতি পিয়ন ইয়াছিনের জামিন আবেদন হাইকোর্টে খারিজ
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : কোটিপতি পিয়ন ইয়াছিনের জামিন প্রশ্নে রুল শুনানি শেষে আজ খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল এর সমন্বয়ে গঠিত একটি ভার্চুয়াল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ইতোপূর্বে জারি করা রুল আজ ডিসচার্জ করে দিয়েছেন।
ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক আজ আদালতের আদেশের বিষয়টি জানান।
তাকে কেন জামিন প্রদান করা হবে না- এ বিষয়ে গত ১৬ আগস্ট সংশ্লিষ্টদের প্রতি চার সপ্তাহের রুল দিয়েছিলেন আদালত।
আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মো.মোস্তফা সারোয়ার।
ঘটনার বিবরণে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাব- রেজিস্ট্রি অফিসের পিয়ন ইয়াছিন মিয়া নগদে রেজিষ্ট্রেশন ফি,তল্লাশি ফি ও নকলের ফিস বাবদ আদায়কৃত সরকারি রাজস্ব ব্যাংকে জমা না দিয়ে ৫,৭৭,২৫,৫৩৯/= টাকা আত্মসাৎ করেন। ঘটনাটি তদন্ত করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লার সহকারী পরিচালক এইচ, এম, আখতারুজ্জামান গত বছরের ১০ ডিসেম্বর মামলা দায়ের করেন।
বাসস/এএসজি/ডিএ/১৬২৫/-অমি