বাসস দেশ-১৯ : সুপ্রিমকোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্রি স্পেশালাইজড হেলথ ক্যাম্প

133

বাসস দেশ-১৯
সুপ্রিমকোর্ট বার-হেলথ ক্যাম্প
সুপ্রিমকোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্রি স্পেশালাইজড হেলথ ক্যাম্প
ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২০ (বাসস): সুপ্রিমকোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের জন্য দুই দিনব্যাপী ফ্রি স্পেশালাইজড হেলথ ক্যাম্প আজ শুরু হয়েছে।
সকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিমকোর্ট বার) এ হেলথ ক্যাম্প আয়োজন করে। সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজলের সঞ্চালনায় আজ সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন এবং কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যগনসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
সুপ্রিমকোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের জন্য দু’দিনব্যাপী আজ ২৩ ও কাল ২৪ সেপ্টেম্বর বিনামূল্যে এ স্পেশালাইজড হেলথ ক্যাম্প চলবে।
দেশের প্রখ্যাত বক্ষব্যাধী বিশেষজ্ঞ প্রফেসর ডা: রাশিদুল হাসানের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক আজ ও কাল সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই ক্যাম্প পরিচালনায় রয়েছেন।
বাসস/এএসজি/ডিএ/১৬২০/-কেকে