বাসস দেশ-১ : টেকনাফে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

162

বাসস দেশ-১
বিজিবি-ইয়াবা-টেকনাফ
টেকনাফে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লেদা ছ্যুরিখাল এলাকা খেকে পরিত্যাক্ত অবস্থায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয, মঙ্গলবার রাত পোনে ৯ টার দিকে লেদা বিওপি’র বিজিবি’র সদস্যরা উপজেলার লেদা ছ্যুরিখাল এলাকার কেওড়া জঙ্গল থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪টি প্লষ্টিকের বস্তা উদ্ধার করে। এসব বস্তার ভেতর ৩ লাখ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে, মঙ্গলবার রাত পোনে ৯ টার দিকে টেকনাফের লেদা ছ্যুরিখাল এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এ সংবাদের ভিত্তিতে লেদা বিওপি’র একটি বিশেষ টহলদল দ্রুত সেখানে পৌছে অবস্থান গ্রহণ করে। এ সময় মিয়ানমার হতে একটি নৌকাযোগে কয়েকজন দুষ্কৃতিকারী লেদা ছ্যুরিখাল সংলগ্ন কেওড়া জঙ্গলে প্রবেশ করতে দেখা যায়। টহলদল তাৎক্ষণিকভাবে খাল পার হয়ে কেওড়া জঙ্গলে প্রবেশ করে তাদের চ্যালেঞ্জ করে। দূর হতে টহলদলের উপস্থিতি টের পেয়ে অন্ধকারে কেওড়া জঙ্গলের আড়াল ব্যবহার করে নৌকাটি বিপরীত দিকে ঘুরিয়ে শুন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে টহলদল কেওড়া জঙ্গল তল্লাশি করে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ৪ (চার) টি প্লাষ্টিকের বস্তা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাগুলোর ভেতর হতে সাড়ে ৩ লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তাদের সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
বাসস/সবি/এফএইচ/১২০৫/-আসাচৌ