শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ‘এ্যাসিস্টিভ ডিভাইস’ বিতরণ

364

শেরপুর, ২২ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : জেলার নকলা উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একীভূত শিক্ষা প্রকল্পের আওতায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১৪ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে ‘এ্যাসিস্টিভ ডিভাইস’ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়ক উপকরন বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পার্থ পাল- এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১৪ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর মাঝে পাঁচটি হুইল চেয়ার, চারটি শ্রবনযন্ত্র ও ডাক্তারের পরামর্শক্রমে চশমা গ্রহণের জন্য পাঁচজনকে মাথাপিছু নগদ একহাজার টাকা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান, এসব ‘এ্যাসিস্টিভ ডিভাইস’ প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের লেখাপড়াসহ প্রাত্যহিক কাজকর্মে সহায়ক হবে।