বাসস দেশ-২৫ : চট্টগ্রাম বন্দরে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

101

বাসস দেশ-২৫
চট্টগ্রাম-উচ্ছেদ
চট্টগ্রাম বন্দরে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : চট্টগ্রাম বন্দরের পোর্ট কলোনি আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈর নেতৃত্বে বন্দরের উত্তর আবাসিক এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানান, বন্দরের উত্তর আবাসিক এলাকায় সড়কের দুই পাশে অবৈধভাবে অনেক দোকানপাট গড়ে উঠেছিল। এতে বন্দরের জমি বেদখল হয়ে যাওয়া ছাড়াও এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। সেখানে সকাল থেকে অভিযান চালিয়ে ৩ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং প্রায় ৩ একর জমি উদ্ধার করা হয়।
বাসস/জিই/কেএস/এফএইচ/১৭০৫/-কেকে