বাসস ক্রীড়া-৫ : করোনা আক্রান্ত সিটি মিডফিল্ডার গুনডোগান

92

বাসস ক্রীড়া-৫
ফুটবল-করোনা
করোনা আক্রান্ত সিটি মিডফিল্ডার গুনডোগান
লন্ডন, ২২ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ইকে গুনডোগানের দেহে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। প্রিমিয়ার লিগের ক্লাব থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জার্মান এই তারকা মিডফিল্ডারকে ইতোমধ্যেই সেল্ফ আইসোলেশনে পাঠনো হয়েছে। যে কারনে গতকাল উল্ফসের বিপক্ষে সিটি মৌসুম শুরুর ম্যাচটিতে তার খেলা হয়নি। ম্যাচে সিটিজেনরা ৩-১ গোলের জয় তুলে নিয়েছে।
সিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রিমিয়ার লিগ ও বৃটিশ সরকারের কোয়ারেন্টাইন প্রটোকল অনুযায়ী গুনডোগানকে ১০দিনের আইসোলেশনে থাকতে হবে। ক্লাবের প্রত্যেকেই গুনডোগানের দ্রুত আরোগ্য কামনা করেছে।’
এ মাসে সিটির তৃতীয় খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হলেন গুনডোগান। এর আগে অমারিক লাপোর্তে ও রিয়াদ মাহারেজও করোনা পজিটিভ হয়েছিলেন।
বাসস/নীহা/১৪৪০/স্বব