বাজিস-৫ : বাহুবলে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মাঝে চেক বিতরণ

182

বাজিস-৫
বাহুবল-চেক-বিতরণ
বাহুবলে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মাঝে চেক বিতরণ
হবিগঞ্জ, ১ আগস্ট, ২০১৮ (বাসস) : জেলার বাহুবলে অসহায় ক্ষুদ্র নৃ তাাত্ত্বিক গোষ্ঠীর ২০টি পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর এক কালীন সহায়তা কমর্সসূচির আওতায় বুধবার দুপুরে এই চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন।
তিনি জানান, ২০টি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়েছে। চেক গ্রহণ করেন ১২ জন পুরুষ এবং ৮ জন নারী । প্রত্যেককে ৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাক জাহান ও যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বাসস/ সংবাদদাতা/১৬৩০/মরপা