বাসস দেশ-২৫ : সড়ক দুর্ঘটনায় পিআইবি’র পরিচালক নিহত

114

বাসস দেশ-২৫
সড়ক দুর্ঘটনা-নিহত
সড়ক দুর্ঘটনায় পিআইবি’র পরিচালক নিহত
ঢাকা,২১ সেপ্টেম্বর ২০২০(বাসস): সড়ক দুর্ঘটনায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. ইলিয়াস ভূইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি …রাজিউন )
পিআইবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২০সেপ্টেম্বর)রাতে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
আজ সোমবার দুপুর নাগাদ ইলিয়াস হোসেনের লাশ পিআইবিতে আনা হয়।
এসময় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে.এম আব্দুস সালাম, পরিবেশ বন ও জলবায়ু পরির্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
পিআইবি’র পক্ষ থেকে মহাপরিচালক জাফর ওয়াজেদ ও কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বাদ মাগরিব কুমিল্লার আশোকতলা ফুড অফিস জামে মসজিদে জানাযা শেষে নতুন চৌধুরী পাড়া কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
ইলিয়াস ভূইয়া বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাসস/সবি/এমএমবি/১৯১০/-আরজি