বাজিস-৫ : নড়াইলে ‘মুজিববর্ষ’ উপলক্ষে বৃক্ষরোপণ

127

বাজিস-৫
নড়াইল- বৃক্ষরোপণ
নড়াইলে ‘মুজিববর্ষ’ উপলক্ষে বৃক্ষরোপণ
নড়াইল, ২১ সেপ্টেম্বর ২০২০ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলায় আজ বৃক্ষ রোপণ করা হয়েছে।
আজ সোমবার চিত্রশিল্পী এস এম সুলতান কমপ্লেক্সে গাছের চারা লাগিয়ে কর্মসূচি উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।
সাংস্কৃতিক সংগঠন ‘নোঙর’ এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বৈরাগী, নোঙরের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস প্রমুখ।
বাসস/সংবাদদাতা/১৮৫৫/এমকে