বাজিস-৩ : মেহেরপুরে ৬৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে

116

বাজিস-৩
মেহেরপুর- ভিটামিন ‘এ প্লাস’
মেহেরপুরে ৬৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে
মেহেরপুর, ২১ সেপ্টেম্বর ২০২০ (বাসস): জেলায় আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে পক্ষকাল ব্যাপি ছয়মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ উপলক্ষে আজ সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জানানো হয় এবার মোট ৬৮ হাজার পাঁচশ ৭৬ জন শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
অবহিতকরণ সভায় আরও বক্তব্য রাখেন- জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম ও সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমুখ ।
সিভিল সার্জন জানান, জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৩ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার ৫’শ ৭৩ জনশিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও জানান, জেলায় মোট ৪৬০টি কেন্দ্রে ৯২০ জন স্বেচ্ছাসেবি শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়াবেন।
বাসস/সংবাদদাতা/১৮৪৫/এমকে