বাসস দেশ-১৮ : মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ

127

বাসস দেশ-১৮
সংসদ ভবন-বৃক্ষরোপণ
মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে আজো বৃক্ষরোপণ করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগের অংশ এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এর ধারাবাহিকতায় সংসদ ভবন চত্বরে আজ বৃক্ষের চারা রোপণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এমপি, এস এম শাহজাদা এমপি, মোঃ শাহীন চাকলাদার এমপি এবং সুবর্ণা মুস্তাফা এমপি।
এ সময় সিমিন হোসেন (রিমি) বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে চির স¥রণীয় করে রাখতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এ সময় অন্য সংসদ সদস্যরা তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি সুখি-সমৃদ্ধ সবুজ বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সে স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তথা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ মুজিববর্ষে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫শ’ টি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । পর্যায়ক্রমে সব সদস্য সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত রয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সংসদ সচিবালয় ও পিডব্লিউডির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৬৫০/স্বব