বাসস বিদেশ-৬ : চীনের দক্ষিণাঞ্চলে মাছ ধরা নৌযানে রকেটের আঘাতে নিহত ৪, নিখোঁজ ৪

111

বাসস বিদেশ-৬
চীন-নৌযান-নিখোঁজ
চীনের দক্ষিণাঞ্চলে মাছ ধরা নৌযানে রকেটের আঘাতে নিহত ৪, নিখোঁজ ৪
ফুঝোউ, ২১ সেপ্টেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): চীনের দক্ষিণাঞ্চলীয় শান্তোউ নগরীতে পানির নীচ দিয়ে ছোড়া একটি রকেট সোমবার মাছ ধরা একটি নৌযানে আঘাত হানায় চারজন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছে। মেরিটাইম কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
ফুজিয়ান মেরিটাইম নিরাপত্তা প্রশাসন জানায়, গুয়াংদং প্রদেশের শান্তোউ’র নানাও আইল্যান্ডের প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণপূর্বে সমুদ্রে স্থানীয় সময় সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নৌযানটি চীনের ফুজিয়ান প্রদেশ থেকে যাচ্ছিল। এতে ১৪ জন মাছ শিকারি ছিল।
নিরাপত্তা প্রশাসন জানায়, বেলা ১১ টার দিকে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো আরো চারজন নিখোঁজ রয়েছে।
দুর্ঘনার পর হেলিকপ্টার ও উদ্ধার মিশন জাহাজের সাহায্যে দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়
বাসস/এমএজেড/১৬৩০/-জেহক