ঢাবিতে সবার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে : উপাচার্য

427

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট সফটওয়্যার চালুর মধ্য দিয়ে সবার স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, ডিজিটালাইজেশনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আরও এক ধাপ এগিয়ে গেল। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি ডিজিটালাইজেশনের আওতায় আনার কাজ চলছে।
আজ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদভুক্ত কার্যক্রমের জন্য তৈরি ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এই ম্যানেজমেন্ট সফটওয়্যার চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদভুক্ত সকল মেডিকেল কলেজ,ডেন্টাল কলেজ,নার্সিং কলেজ এবং ইনস্টিটিউটের পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম অনলাইনে পরিচালনা করা যাবে। এতে প্রতিষ্ঠানগুলোর ফরমপূরণ, প্রবেশ পত্র দেওয়া, রোল শীট পাঠানো, ব্যক্তিগত তথ্য সম্পাদন, ফলাফল প্রকাশ, ট্রান্সক্রিপ্ট, প্রভিশনাল ও সার্টিফিকেট প্রদান, শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।