বাসস ক্রীড়া-৯ : দর্শকদের অপেক্ষায় রেখে শুরু হওয়া সিরি এ লীগে রোমা ড্র করলেও জয় পেয়েছে ফিওরেন্টিনা

107

বাসস ক্রীড়া-৯
ফুটবল-সিরি এ-ইতালি-ভাইরাস
দর্শকদের অপেক্ষায় রেখে শুরু হওয়া সিরি এ লীগে রোমা ড্র করলেও জয় পেয়েছে ফিওরেন্টিনা
মিলান, ২০ সেপ্টেম্বর ২০২০ (বাসস/এএফপি) : সিরি এ লীগের উদ্বোধনী ম্যাচে হেলাস ভেরোনার বিপক্ষে গোল শুন্য ড্র করেছে রোমা। গায়েতানো কাস্ট্রোভিলির গোলে শনিবার লীগের অপর ম্যাচে তুরিনোর বিপক্ষে ১-০ ব্যবধানে জয়লাভ করেছে ফিওরেন্টিনা।
মাত্র ২৪ ঘণ্টা পর দর্শক উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারবে সিরি এ লীগের ক্লাবগুলো। করোনা কালে আপাতত এক হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ইতালীয় কর্তৃপক্ষ। যেটি রোববার থেকে কার্যকরের ঘোষনা দিয়েছেন ইতালীর ক্রীড়া মন্ত্রী। তবে শনিবার দর্শকদের অপেক্ষায় রেখেই খালি স্টেডিয়ামেই শুরু হয় দেশটির শীর্ষ ফুটবল লীগ।
কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তে এক হাজার দর্শকের সামনেই সাম্পদোরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে অংশ নিতে পারবে নয় বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। তুবে তুরিনে তারা এক হাজার অতিথিকে আমন্ত্রন জানাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুভেন্টাস জানায়,‘ ম্যাচের কোন টিকিট বিক্রি করা হবে না। আমরা ভক্তদের অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে না যাবার আহ্বান জানাচ্ছি। যাতে স্টেডিয়ামের বাইরে কোন ধরনের জনসমাগমের সৃস্টি না হয়।’
পারমা ও সাসুলোও যথাক্রমে নাপোলি ও কাগলিয়ারির বিপক্ষে ম্যাচে তারা দর্শকদের আহ্বান জানাবেন আমন্ত্রনের ভিত্তিতে। পারমা জানায়,‘ মাঠে প্রবেশ করতে হবে শুধুমাত্র পৃষ্ঠপোষকদের আমন্ত্রনের ভিত্তিতে। তারা বিলম্বে হলেও দারুন সমর্থন জুগিয়েছে।’
শনিবার ম্যাচের ৭৮ তম মিনিটে ফিওরেন্টিনার পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করেছেন কাস্ট্রোভিলি।
বাসস/এএফপি/এমএইচসি/১৮০৫/স্বব