ইরাক অনূর্ধ্ব-১৬ দলে বয়স চুরির অভিযোগ

240

বাগদাদ, ১ আগস্ট, ২০১৮ (বাসস) : জর্ডানের রাজধানী আম্মানে একটি প্রাদেশিক টুর্ণামেন্টের জন্য গঠিত ইরাকের অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের বিপক্ষে বয়স চুরির অভিযোগ উঠেছে।
পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত এই টুর্ণামেন্টে ২৩ সদস্যের ইরাকী দলটিতে বেশ কয়েকজন বেশী বয়সী খেলোয়াড় ধরা পড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ইরাক ফুটবল এসোসিয়েশন (আইএফএ)। অভিযোগ প্রমাণিত হওয়ার সাথে সাথে দলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বহিষ্কার করা হয়েছে।
বিমানবন্দরের কর্মকর্তারা খেলোয়াড়দের ৯টি পাসপোর্টকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে তাদের বয়স বেশী বলে অভিযোগ আনে। আইএফএ জানিয়েছে, খেলোয়াড়দের যাতে বয়স কম মনে হয় সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের সেভ করার নির্দেশ দিয়েছেন। দলটির কর্মকর্তাদের সাথে সাথে অভিযুক্ত খেলোয়াড়দের বিরুদ্ধেও ব্যবস্থা নেবার ঘোষণা দিয়েছে আইএফএ।
ইরাকী ফুটবলে অনিয়মের ঘটনা এটাই প্রথম নয়। এসোসিয়েশনের মতে চলতি বছরের শুরুতে একই অভিযোগে অনূর্ধ্ব-১৮ দলের কয়েকজন খেলোয়াড়কে বহিষ্কার করা হয়েছিল।