বরগুনায় শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কাজ দ্রুত এগিয়ে চলছে

619

বরগুনা, ২০ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : জেলার আমতলীতে শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অবকাঠামোগত নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে। অন্যান্য উন্নয়ন কাজও দ্রুত এগিয়ে চলছে।
২০১৮ সালের ৮ মে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ি এলাকায় সাড়ে ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে এ প্রতিষ্ঠানটি স্থাপিত হচ্ছে। নির্মাণ কাজের উদ্বোধনের পর গত ২ বছরে ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে।
শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ঘুরে দেখা গেছে, সেখানে অবকাঠামো তৈরীর মূল কাজ সম্পন্ন হয়েছে। চলছে ভেতরের নানা কাজ। ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরগুনার সহকারি প্রকৌশলী মো. ফারুক হোসেন জানিয়েছেন, ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে তাদের তত্ত্বাবধানে শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উন্নয়ন কাজ সুচারু ভাবে এগিয়ে চলছে।
চাওড়া কালিবাড়ি এলাকার বাসিন্দা মো. জাকির চৌধুরী জানিয়েছেন, প্রতিষ্ঠানটির কাজ শুরু হওয়ার পর থেকেই আশে-পাশের জমির মূল্য বেড়ে গেছে। সেখানে নতুন নতুন বাড়ি-ঘর দোকানপাট তৈরী হচ্ছে। প্রতিষ্ঠানটি চালু হলে এলাকাটি শহরের প্রাণচাঞ্চল্য পাবে।
আমতলীর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানিয়েছেন, পায়রা বন্দর পর্যন্ত রেল লাইনটি শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশ দিয়ে তৈরী করা হবে তাই ওই এলাকার বাণিজ্যিক মূল্য ও উন্নয়ন অনেক বেড়ে যাবে। আশা করছি আমতলীর রেল স্টেশনটিও কাছাকাছি নির্মাণ করা হবে।
বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু জানিয়েছেন, আওয়ামী-লীগ ও শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকার পায়রা বন্দর, জাহাজভাঙ্গা শিল্প, ফরিদপুর থেকে কুয়াকাটা পর্যন্ত রেললাইন প্রভৃতি ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।