চীনে জনগণের জন্যে ৬শ’রও বেশি ব্যারাক উন্মুক্ত হচ্ছে

290

বেইজিং, ১ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এর ৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয়শ’রও বেশি ব্যারাক জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
পিপল’স ডেইলি বুধবার একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
পিএলএ’র সেনা, নৌ, বিমান বাহিনী ও রকেট ফোর্স এবং আর্মড পুলিশের ডিভিশন, ব্রিগেড, রেজিমেন্ট, ব্যাটালিয়ন ও কোম্পানি লেভেলের ব্যারাকগুলো পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। দেশের ৩১টি প্রাদেশিক অঞ্চলে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
এর মাধ্যমে সাধারণ মানুষ দেশের প্রতিরক্ষা ও সেনাবাহিনী যে সংস্কার ও অগ্রগতি অর্জন করেছে তা জানতে পারবে। তারা সৈন্যদের কঠোর পরিশ্রম সম্পর্কেও জানতে পারবে।