বাসস দেশ-২ : দেশের কয়েকটি নদীর পানি বৃদ্ধি পাবে

233

বাসস দেশ-২
নদনদী-পরিস্থিতি
দেশের কয়েকটি নদীর পানি বৃদ্ধি পাবে
ঢাকা, ১ আগস্ট, ২০১৮ (বাসস) : উত্তরÑপূর্বাঞ্চলের সুরমাÑকুশিয়ারা ও দক্ষিণÑপূর্বাঞ্চলের গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী নদীসমূহের পানি সমতল আগামী ২৪ থেকে ৭২ ঘন্টায় দ্রুত বৃদ্ধি পেতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ৯৪টি পানি সমতল পর্যবেক্ষণ স্টেশনের ৫৯টিতে পানি সমতল বৃদ্ধি এবং ২৭টিতে হ্রাস পাচ্ছে। ৮টি স্টেশনে সমতল স্থিতিশীল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তরÑপূর্বাঞ্চল, দক্ষিণÑপূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া দক্ষিণÑপূর্বাঞ্চলীয় পাহাড়ী অববাহিকায় নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।
ব্রক্ষ্মপুত্রÑযমুনা, গঙ্গাÑপদ্মা ও আপার মেঘনা অববাহিকার সুরমাÑকুশিয়ারা নদÑনদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৭২ ঘন্টা অব্যাহত থাকতে পারে।
আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। ডালিয়া স্টেশনে ১৪০.০ মি.মি., যশোর ৬২.০ মি.মি, বগুড়ায় ৪৬.০ মি.মি, টেকনাফ ৯৭.০ মি.মি, পটুয়াখালী ৬৯.৫ মি.মি, রামগড় ৫৫.০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বাসস/সবি/এসএস/১৩৩০/এমএবি