বাজিস-৪ : পিরোজপুরে খাস জমি পেলেন ২৬৭ ভূমিহীন পরিবার

225

বাজিস-৪
পিরোজপুর-ভূমিহীন
পিরোজপুরে খাস জমি পেলেন ২৬৭ ভূমিহীন পরিবার
পিরোজপুর, ১ আগস্ট, ২০১৮, (বাসস) : জেলায় ২০১৭-১৮ অর্থবছরে ২৬৭টি ভূমিহীন পরিবারের মধ্যে সরকারি খাস জমি বন্দোবস্ত দেয়া হয়েছে। বন্দোবস্তের দলিল গ্রহীতাদের মধ্যে মুক্তিযোদ্ধা এবং আবাসন প্রকল্পের বাসিন্দাও রয়েছে। এদের সর্বোচ্চ ০.২০ একর এবং সর্বনি¤œ ০.০১৫ একর সরকারি খাস জমি প্রদান করা হয়েছে।
২০১৭-১৮ অর্থবছরে পিরোজপুর জেলার নাজিরপুর, মঠবাড়িয়া, কাউখালী, ইন্দুরকানী, এবং নেছারাবাদ উপজেলার বিভিন্ন চরের খাস জমি চূড়ান্ত বন্দোবস্ত দেয়া হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি এবং নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মোঃ মাসুম বিল্লাহ জানিয়েছেন, বিভিন্ন পদ্ধতিতে যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে প্রকৃত ভূমিহীনদের মাঝে ৪৯ দশমিক ৯৪ একর জমি বরাদ্দ দেয়া হয়েছে এবং খাস জমি বন্দোবস্ত প্রদানের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।
২০১৭ সালের আগস্টে ৪৪ জনকে ৩.৩১৫০, ডিসেম্বরে ১০৯ জনকে ১৩.৯২ এপ্রিল ২০১৮ মাসে ১৫ জনকে ১.৩৩৫ এবং মে মাসে ৯৯ জনকে ৩১.৩৭৫ এবং জুন মাসে ৮৩ জনকে ৬.৪৩১ একর জমি প্রদান করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৩২৫/-মরপা