বাসস দেশ-৪ : যমুনা নদীর পানি সমতল আবারো বৃদ্ধি পাচ্ছে

109

বাসস দেশ-৪
নদ নদী-পরিস্থিতি
যমুনা নদীর পানি সমতল আবারো বৃদ্ধি পাচ্ছে
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২০(বাসস) : ব্রহ্মপুত্র নদের পানি সমতল হ্রাস পাচ্ছে,অপরদিকে যমুনা নদীর পানি সমতল আবারো বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টায় উভয় নদ নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
অন্যদিকে গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে,অপরদিকে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে,যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৫৩ টির,হ্রাস পেয়েছে ৪৭, বিপদসীমার উপরে নদীর সংখ্যা ৩ টি,অপরিবর্তিত রয়েছে ১টির এবং বিপদসীমার উপরে ষ্টেশনের সংখ্যা ৪টি।
গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে,জামালপুর ৬৯ মিলিমিটার,আত্রাই ৬০ মিলিমিটার এবং নঁওগা ৬০ মিলিমিটার।
বাসস/সবি/এসএস/১৩০৫/-আসাচৌ