৬৮ মোমবাতি জ্বালিয়ে চার বছরে পদার্পণ করলো দাসিয়ারছড়াবাসী

247

কুড়িগ্রাম, ১ আগস্ট, ২০১৮ (বাসস) : মঙ্গলবার দিবাগত রাত বারটা ১ মিনিটে ৬৮টি মোমবাতি, চারটি মশাল প্রজ্জ্বলন এবং কেক কেটে নতুন বছরে পদার্পণ করে দাসিয়ারছড়াবাসী।
ছিটমহল বিনিময়ের তিন বছর পূর্তিতে আনন্দ র‌্যালিসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার অধিবাসীরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, ফুলবাড়ির ইউএনও দেবেন্দ্রনাথ উঁরাও, অফিসার ইনচার্জ প্রমুখ। এছাড়া মঙ্গলবার বিকেলে স্থানীয় কালিহাট বাজারে এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও হা-ডু-ডু প্রতিযোগিতার আয়োজন করে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। এ উপলক্ষে আজও দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করবে তারা।
২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশের মূল ভূ-খন্ডের সঙ্গে মিশে যায় ১১১টি ভারতীয় ছিটমহল।