বাজিস-২ : চাঁদপুরের মতলবে উন্নত জাতের গাভী পালনে ঋণ পেলো ৫০ জন সুবিধাবঞ্চিত নারী

237

বাজিস-২
চাঁদপুর-গাভী-পালন
চাঁদপুরের মতলবে উন্নত জাতের গাভী পালনে ঋণ পেলো ৫০ জন সুবিধাবঞ্চিত নারী
চাঁদপুর, ১ আগস্ট, ২০১৮ (বাসস) : জেলার মতলব উত্তর উপজেলায় দু’টি ইউনিয়নে উন্নত জাতের গাভী পালনের জন্য ৬০ লাখ টাকা ঋণ পেলো ৫০ জন সুবিধাবঞ্চিত নারী।
সম্প্রতি মতলব উত্তর উপজেলায় সমবায় অধিদপ্তরে বাস্তবায়িত উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত নারীদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের উপস্থাপনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের উপ-নিবন্ধক (প্রশাসন) মোহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা উপ-সহকারী নিবন্ধক রফিকুল ইসলাম।
উপজেলার মোহনপুর ও ফরাজীকান্দি ইউনিয়নের ৫০ জন সুবিধাবঞ্চিত নারীকে ১ লাখ ২০ হাজার টাকা করে মোট ৬০ লাখ টাকা ঋণ প্রদান করা হয়। চেক বিতরণউবং অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা, মূল্যবোধ, সততা, নৈতিকতা, সমাজের প্রচলিত বিশ্বাস মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি ঐতিহ্যকে বিবেচনায় না এনে কোনো প্রক্রিয়াতেই নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। নারীর ক্ষমতায়ন লাভের জন্যে আগে নিজেকে সচেতন করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। এ জন্য বর্তমান সরকার নারীদের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্যেই সরকার এ ঋণও দিচ্ছে। এর সঠিক ব্যবহারে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে এবং জীবনমানের উন্নয়ন ঘটবে। সংসারে অভাব অনটন দূর হবে।
বাসস/সংবাদদাতা/১২০৫/মরপা