জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফারুকের মৃত্যু

402

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মারা গেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এএসএম ফারুক। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য ও কাউন্সিলর ছিলেন ফারুক।
সাবেক এই ক্রিকেটারের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৭৬ সালে ঢাকা সফরকারী এমসিসির বিপক্ষে খেলা বাংলাদেশ দলের সদস্য ছিলেন ফারুক। সেটিই ছিলো স্বাধীন বাংলাদেশে প্রথম কোন দলের ক্রিকেটীয় সফর।
প্রশাসক হিসেবেও বিসিবির সাথে বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন ফারুক। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন তিনি। এছাড়াও ২০১৬ সালে বাংলাদেশে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেয়া যুব দলের কোচও ছিলেন।
২০০৭ সালে বিসিবি’র গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ফারুক। বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন গঠিত কারিগরি কমিটির সদস্য ছিলেন তিনি।
২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে এশিয়া দলের অন্যতম নির্বাচক ছিলেন ফারুক।
ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে দেয়া এক বার্তায় মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
গভীর শোক জানিয়েছে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিডব্লুএবি)।
ক্লাবের সাবেক অধিনায়ক ফারুকের মৃত্যুতে মোহামেডান ক্লাবের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।