বাসস দেশ-২০ : লালমনিরহাটে ধরলা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

103

বাসস দেশ-২০
ধরলা নদী – বিপদ সীমা
লালমনিরহাটে ধরলা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
লালমনিরহাট, ১৭ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : জেলার মোগলহাটে ধরলা নদীর পানি আজ বিপদ সীমার ১৯ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হয়। এরআগে রাতে ফলিমারীর দ্বীপচর ডুবে যায়।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় ধরলার পানি বিপদ সীমার ১৯ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হয়। বিকাল ৩ টায় পানি কমে ১৬ সেঃ মিঃ বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে তিস্তা নদীর পানি বিপদ সীমার ২০ সেঃ মিঃ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, ধরলা নদী এবারে চওরাটারী, বুমকা, খারুয়া, শিবেরকুটি, দক্ষিণ শিবের কুটি ও মোগলহাটে তীব্র ভাঙ্গণ দেখা দেয়ায় ভাঙ্গণ কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙ্গণ রোধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/কেসি/১৮১৫/এএএ