বাজিস-৩ : কুমিল্লায় কৃষি জমি থেকে বালি উত্তোলন দায়ে ১ লাখ টাকা জরিমানা

154

বাজিস-৩
কুমিল্লা-জরিমানা
কুমিল্লায় কৃষি জমি থেকে বালি উত্তোলন দায়ে ১ লাখ টাকা জরিমানা
কুমিল্লা (দক্ষিণ), ১৭ সেপ্টেম্বর, ২০২০ (বাসস) : জেলার হোমনায় কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে বিক্রির দায়ে ৩ ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০টায় হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূইয়ার আদালত এ রায় দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূঁইয়া বাসসকে বলেন, উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর চকে কয়েকটি সেলো ড্রেজার এর সাহায্যে একটি বালু ব্যবসায়ী সিন্ডিকেট কৃষিজমি থেকে বাণিজ্যিক ভাবে বালি উত্তোলন করে তা বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রেজার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পলাতক ড্রেজার মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে। অভিযানে হোমনা থানা পুলিশ ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১২২০/নূসী