বাজিস-৯ : ফেনীতে বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

122

বাজিস-৯
ফেনী- জরিমানা
ফেনীতে বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনী, ১৬ সেপ্টেম্বর ২০২০ (বাসস) : জেলায় বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় আজতিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী শহরের ইসলামপুর রোডে বাজার তদারকির সময় জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।
অভিযানে জেলা বাজার কর্মকর্তা হারুন অর রশিদসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারি পরিচালক জানান, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আজ শহরেরই সলামপুর সড়কের আড়তগুলোতে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই সড়কের কামাল এন্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় মূল্য তালিকায় পেঁয়াজের পাইকারি দাম লিখা আছে ৬৫ টাকা। কিন্তু রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা যায় তারা প্রতি কেজি বিক্রি করছে ৭০ টাকায়। তাই মূল্য তালিকার চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় প্রতিষ্ঠানটির ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোহেল চাকমা আরও জানান, এসময় মূল্য তালিকা না থাকায় বাজারের ফওজিয়া এন্টারপ্রাইজ ও ফেনী ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বাসস/সংবাদদাতা/১৯০৫/এমকে