বাসস ক্রীড়া-৭ : বেনফিকাকে চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে দিল পিএওকে

145

বাসস ক্রীড়া-৭
ফুটবল-ইউরো-চ্যাম্পিয়ন্স লীগ
বেনফিকাকে চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে দিল পিএওকে
প্যারিস, ১৬ সেপ্টেম্বর ২০২০ (বাসস/এএফপি) : কোয়ালিফায়ার্স রাউন্ডে মঙ্গলবার গ্রীকের দল পিএওকের কাছে ২-১ গোলে হেরে ছিটকে পড়ল দুইবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন বেনফিকা। পিএওকের থিসালোনিকিতে অনুষ্ঠিত ম্যাচে ১৯৬০ এর দশকে দুইবার ইউরোপীয় কাপ জয় করা পুর্তগীজ জায়ান্টদের জালে বল পাঠিয়েছেন দিমিত্রিওস জিয়াননুলিস ও আন্দ্রেজা জিভকোভিক।
পুর্তগীজের শীর্ষ ডিভিশনে দ্বিতীয় স্থান নিয়ে মৌসুম শেষ করেছে বেনফিকা। কিন্তু ড্রয়ে তারা কঠিন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএওকে। যারা গ্রীক সুপার লীগ শেষ করেছে ২য় অবস্থান নিয়ে। সিঙ্গেল লেগ ভিত্তিতে তৃতীয় এই বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ায় এই হার সংশোধনের সুযোগ পাচ্ছে না তারা।
গতকাল বাছাইপর্বের অন্য ম্যাচে ডায়নামো কিয়েভ ২-০ গোলে হারিয়েছে এ জেড আকামারকে। জেন্ট ২-১ গোলে হারায় র‌্যাপিড ভিয়েনাকে।
বাসস/এএফপি/এমএইচসি/১৮২৫/স্বব